বাউফলে ইউপি সদস্যের বিরুদ্ধে বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

বাউফলে ইউপি সদস্যের বিরুদ্ধে বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ


সাইফুল ইসলাম, বাউফল: পটুয়াখালীর বাউফলে এক ইউপি সদস্যের বিরুদ্ধে বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কনকদিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বার মজিবর রহমান বয়স্ক ভাতার তালিকায় নাম অন্তুর্ভুক্তির জন্য ওই এলাকার মনোয়ারা বেগমের কাছ থেকে ২৪০০ টাকা উৎকোচ নেন। শুধু তাই নয় তালিকায় নাম অন্তুর্ভুক্তির পর তার ৬ মাসের ভাতা ৩০০০ হাজার টাকা উত্তোলন করে নেন। এছাড়াও ওই এলাকার একাধিক সুবিধাভোগীর বই আটকে রেখে বিভিন্ন কৌশলে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।  অভিযোগ প্রসঙ্গে ইউপি সদস্য মজিবর রহমান বলেন, আমার ভুল হয়েছে।
কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীন হাওলাদার বলেন, এ বিষয়ে মনোয়ারা বেগম বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের কাছে লিখিত অভিযোগ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্তের জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, এখনও তদন্তকাজ সম্পন্ন হয়নি।